• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

টি২০ সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক ০৯ ডিসেম্বর, ২০২৪ ০২:১৬ পিএম

শেষ ম্যাচে নাটকীয়ভাবে হেরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে টি ২০ সিরিজ খোয়ানো বাংলাদেশ নারী দলের কাছে আজকের শেষ ম্যাচটি ছিলো মান বাঁচানোর লড়াই। কিন্তু শেষ ম্যাচে নাটকীয়ভাবে হেরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলকে ধরাশায়ী করলেও টি-টোয়েন্টিতে আইরিশদের সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা স্পষ্ট হলো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ ডিসেম্বর) আইরিশদের শেষ ওভারে দরকার ছিলো ১৫ রান। স্বর্ণা আক্তারের করা ওভারে সেই রান তুলতে খুব বেশি বেগ পেতে হয়নি আইরিশ মেয়েদের।

২০তম ওভারের প্রথম বলে আর্লেনা কেলিকে ফিরালেও আইরিশদের জয়ের অন্যতম নায়ক লউরা ডেলানি তিনটি চার হাঁকিয়ে জিতিয়ে দেন আইরিশদের।

৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়  আয়ারল্যান্ড।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান তোলে বাংলাদেশ। জবাবে এক বল হাতে রেখেই ১৯.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে ১২৪ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আইরিশ মেয়েরা।

এর আগে বাংলাদেশের দুই ওপেনার আক্রমণাত্মক শুরু করেন। উদ্বোধনী জুটিতে ২৪ বলে ৩৩ রান যোগ করেন সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। চতুর্থ ওভারের পঞ্চম বলে মুর্শিদাকে কট এন্ড বোল্ড করেন ওরলা প্রেন্ডারগাস্ট।১২ বলে ২ চারে ১২ রান করেন মুর্শিদা।

তবে উইকেটে একপ্রান্ত আগলে রেখে সাবলীলভাবে খেলতে থাকেন সোবহানা মোস্তারি ও শারমিন আকতার সুপ্তা।

দ্বিতীয় উইকেটে সুপ্তা ও সোবহানার ৫৮ বলে ৭১ রানের জুটি ভাঙার পরই ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে আরও ৬ উইকেট।

আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান। 

এ বছরেই এর আগে ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৫-০ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি।