• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

এসসি কাপ চ্যাম্পিয়নরা যাচ্ছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক ০৯ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৪ পিএম

দুর্দান্ত এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘এসসি কাপ ২০২৪’। এতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে ইউনাইটেড গ্রুপ। এবার পুরস্কার হিসেবে বিজয়ী দল যাবে লিভারপুল ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের খেলা দেখার অনন্য সুযোগ।

দুর্দান্ত এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘এসসি কাপ ২০২৪’। 

এতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে ইউনাইটেড গ্রুপ। এবার পুরস্কার হিসেবে বিজয়ী দল যাবে লিভারপুল ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের খেলা দেখার অনন্য সুযোগ।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর শেফ'স টেবিল কোর্টসাইডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ১২টি করপোরেট দল অংশ নেয়। এ আয়োজনের প্রতিটি ম্যাচ ছিল ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর।

নিয়মিত সময়ের খেলা শূন্য-শূন্য গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ইউনাইটেড গ্রুপ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কাভারেজ এনামুল হক।

পুরস্কৃত করা হয় টুর্নামেন্টে সেরা পারফর্মারদেরকেও। সেরা খেলোয়াড় বা ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ইউনাইটেড গ্রুপের জান্নাতুন নাইম। একই দলের মোঃ নূর আলম ও মোঃ আরমান উদ্দিন যথাক্রমে সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপার হিসেবে পুরস্কৃত হয়েছেন।

এ বছর টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো - আইডিএলসি, আবুল খায়ের গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এস্কায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড, ডিবিএল সিরামিকস লিমিটেড, প্রাণ গ্রুপ, ফকির ফ্যাশন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও রবি আজিয়াটা।