অনেক দিন পর সৌম্য সরকারের বিধ্বংসী ব্যাটিং দেখা গেলো। শনিবার গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্সের এই মারকুটে ব্যাটসম্যান একাই প্রতিপক্ষ ভিক্টরিয়ার বোলারদের নাজেহাল করে ছাড়েন।
যেকোন উইকেটে যেকোন কন্ডিশনে সাবলীলভাবে লফফটেড শট কিংবা চার ছক্কা মারতে পারা ব্যাটসম্যান বর্তমান বাংলাদেশ দলে নেই বললেই চলে। সৌম্য সরকার তাদের মধ্যে অন্যতম।
বাঁ হাতে চারিদিকে চোখ জুড়ানো সব শট খেলতে পারা এই দারুণ প্রতিভাবান ক্রিকেটার ছন্দ হারিয়ে অনেক দিন ধরেই জাতীয় দলে আসা-যাওয়ার মিছিলে আছেন।
তবে সুপার লিগ দিয়েই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই ব্যাটার। অনেকের মতে এবারই তার জাতীয় দলে থিতু হওয়ার শেষ সুযোগ।
গ্লোবাল সুপার লিগে সব কিছুই জিতেছেন সৌম্য। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, ফাইনালে সেরা, সিরিজ–সেরা—সবই সৌম্য।
৫ ম্যাচে ১৮৮ রান করেছেন। স্ট্রাইকরেট ১৪২.৪২, টুর্নামেন্টে কমপক্ষে ১০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। সর্বোচ্চ ৪৭ ব্যাটিং গড়ও। টুর্নামেন্ট সর্বোচ্চ ৯টি ছক্কাও এসেছে সৌম্যর ব্যাটিংয়ে। অভিষেক হওয়ার পর এমন ধারাবাহিক খুব কমই ছিলেন সৌম্য।
আর কয়েক কয়েক ঘণ্টা পর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে এমন ধারাবাহিক এবং বিধ্বংসী সৌম্যকেই চান অধিনায়ক মিরাজ।
ইনজুরির কারনে ওয়ানডে সিরিজে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তামিম ইকবাল আগে থেকেই ছিলেন না। সাকিব আল হাসানও দলের বাইরে। নেই তৌহিদ হৃদয়ও।
তবে আছেন গ্লোবাল সুপার লিগে দারুণ পারফর্ম করা সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রব ও তানজিম সাকিব। তাদের নিয়েই আশাবাদী মিরাজ।
আজ রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে ওই ৪ ক্রিকেটার প্রসঙ্গে মিরাজ বলেন, ‘খুবই ভালো একটা দিক। দেখেন ওরা সবাই খেলার ভেতর আছে। অনুশীলনের চেয়ে তো খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ওরা খেলার ভেতর আছে, একই রকম কন্ডিশনে আছে। ওরা টিমের সঙ্গে জয়েন করবে। আশা করি, ওদের অবদানটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু সৌম্য ভালো খেলেছে, এটা আমাদের জন্য একটা বিরাট সুবিধা হয়ে থাকবে।’
"আমাদের দলের জন্য চ্যালেঞ্জিং। অনেক খেলোয়াড় নেই, অনেকেই চোটে আছে। আশা করব, যারা সুযোগ পাবে, তারা যেন স্মরণীয় করে রাখতে পারে। তরুণদের পারফর্ম করার সুযোগ আছে। এমন মঞ্চে এসে ওদের নিজেদের মেলে ধরা অনেক গুরুত্বপূর্ণ।"