• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

ম্যাক্সের হ্যাটট্রিকের পরও হারলো প্রফেশনাল ক্লাব

টিএন২৪ প্রতিবেদক ০৫ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬ পিএম

লালবাগের বালুঘাট মাঠে ঢাকার আজিমপুরের প্রফেশনাল ক্লাবকে ৪০ রানে হারিয়েছে লালবাগ লিজেন্ডস।

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার লালবাগে কৃষ্টি পরিষদ আয়োজন করেছে বিজয় দিবস নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় লালবাগের বালুঘাট মাঠে ঢাকার আজিমপুরের প্রফেশনাল ক্লাবকে ৪০ রানে হারিয়েছে লালবাগ লিজেন্ডস।

প্রথমে ব্যাট করতে নেমে লিজেন্ডস নির্ধারিত আট ওভারে ছয় উইকেট হারিয়ে ৯৬ রানের বড় সংগ্রহ করে। সর্বোচ্চ ৩৭ রান আসে নয়নের উইলো থেকে। প্রফেশনাল ক্লাবের মাজহারুল ইসলাম ম্যাক্স হ্যাটট্রিসহ পাঁচ উইকেট শিকার করে মাত্র ১৩ রানের বিনিময়ে।

জবাবে মাত্র তিন উইকেট হারালেও ধীরগতির ব্যাটিংয়ের ফলে মাত্র ৫৬ রান তুলতে সমর্থ হয় প্রফেশনাল ক্লাব। ব্যাটিংয়ের পর বল হাতেও ঝলক দেখান নয়ন। বল হাতে দুই উইকেট নেন। ম্যাচসেরাও হন এই অলরাউন্ডার।

এর আগে উৎসবমুখর পরিবেশে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির সাবেক অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ২৪ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক সফল কমিশনার আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও কৃষ্টি পরিষদদের সভাপতি হাজী মোঃ রিয়াজ উদ্দিন। 

খেলা শুরুর আগে প্রফেশনাল ক্লাব ও লালবাগ লিজেন্ডস প্লেয়ারদের মাঝে দুই ক্লাবের জার্সি ও ফুলের শুভেচ্ছা বিনিময় হয়। 

প্রফেশনাল ক্লাব ঢাকার আজিমপুরের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব। প্রতিবছরই তারা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে। বর্তমানে এই ক্লাবের সভাপতি মোহাম্মদ সুমন, সেক্রেটারি রাহাত খান, সিনিয়র সহ সভাপতি মোসাহিদ ওমর, সহ সভাপতি মাজহারুল ইসলাম ম্যাক্সে ও কাজী আশিকুল ইসলাম, সাংগঠিনক সম্পাদক এইচ আর রাসেল এবং মিডিয়া এডভাইজার আদনান হাদী।