• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

মিরপুরে আইরিশদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

সুদীপ্ত সাইদ খান ৩০ নভেম্বর, ২০২৪ ০৫:০৩ পিএম

ঢাকার মিরপুরে আইরিশদের হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে রেকর্ড রান করে আয়ারল্যান্ডকে হারিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচেও আইরিশদের বিরুদ্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখল। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে আয়ারল্যান্ড বড় পুঁজি দাঁড় করালেও ব্যাটারদের দৃঢ়তায় সেটি সহজেই টপকে যায় বাংলাদেশ। এতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।

ঢাকার মিরপুরে আইরিশদের হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে রেকর্ড রান করে আয়ারল্যান্ডকে হারিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচেও আইরিশদের বিরুদ্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখল। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে আয়ারল্যান্ড বড় পুঁজি দাঁড় করালেও ব্যাটারদের দৃঢ়তায় সেটি সহজেই টপকে যায় বাংলাদেশ। এতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করে আইরিশ ক্রিকেটাররা। জবাবে ৪৩ দশমিক ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন ফারজানা হক।

মিরপুরের মাঠে ওয়ানডেতে ১৬৭ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড গড়ল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২২৫ রান তাড়ায় ম্যাচ হয়েছিলো টাই। সেই হিসেবে আজকের রেকর্ড বটে। জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন বাঁহাতি ব্যাটার মুরশিদা খাতুন। আউটের আগে ১৪ বলে ৬ রান করেন তিনি।

এরপর ব্যক্তিগত ৫০ রান করে বিদায় নেন ফারজানা। ততক্ষণে অবশ্য দলীয় স্কোর ১০০ পেরিয়ে যায় বাংলাদেশ। এরপর মাঝে ৩ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। ফাহমিদা খাতুন ও স্বর্ণার ব্যাটে ৫ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 



Tags:   খবর