• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বল হাতে খরুচে তানজিম সাকিব, হারল গায়ানা

টিএন২৪ প্রতিবেদক ৩০ নভেম্বর, ২০২৪ ০৩:১০ পিএম

গ্লোবাল সুপার লিগে আগের ম্যাচেই বল হাতে দারুণ বোলিং করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর জয়ে ভূমিকা রেখেছিলো বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। তবে দ্বিতীয় ম্যাচে দলের প্রয়োজনের সময় ভালো বোলিং করতে পারেননি এই বাংলাদেশি তরুণ।

গ্লোবাল সুপার লিগে আগের ম্যাচেই বল হাতে দারুণ বোলিং করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর জয়ে ভূমিকা রেখেছিলো বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। তবে দ্বিতীয় ম্যাচে দলের প্রয়োজনের সময় ভালো বোলিং করতে পারেননি এই বাংলাদেশি তরুণ। 

তানজিমের খরুচে বোলিংয়ের দিনে ভিক্টোরিয়ার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

শুক্রবার (২৯ নভেম্বর) গায়ানার প্রভিডেনন্স স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মঈন আলীর ফিফটি ও শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে গায়ানা।

জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভিক্টোরিয়া।

এই ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন সাকিব। শেষ দুই ওভারে ১৯ রান প্রয়োজন ছিল ভিক্টোরিয়ার। নিজের শেষ ওভার করতে এসে ১৯তম ওভারে তানজিম ১৩ রান দিলে পরাজয় নিশ্চিত হয়ে যায় গায়ানার। 

শেষ ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের করা ২ বলেই দুই চার ও এক ওয়াইডে ৯ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া।

ডানহাতি পেসার সাকিব ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং আক্রমণে আসা তানজিম খরচ করেন ৮ রান। দশম ওভারে এসে ৬ রান দেন তানজিম। তবে কোনো উইকেট পাননি। ১৭তম ওভারে আবার বোলিং আক্রমনে আসেন এই উদিয়মান পেসার।

ওভারের প্রথম বলে তানজিম স্লোয়ারে বোল্ড করেন এডওয়ার্ডসকে। ঐ ওভারে তানজিম দেন ৯। তবে নিজের শেষ ওভারেই খেই হারিয়ে ফেলেন সাকিব। ১৩ রান দেন সাকিব। আর তাতেই তানজিমের নামের পাশেও লেখা হয়ে যায় ৪ ওভারে ৩৪ রান, পেয়েছেন ১ উইকেট।