দীর্ঘ ছয় মাস ধরে মাঠের বাইরে আছেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। তবে কিছুদিন ধরেই ফের অনুশীলনে ফিরেছেন এই ওপেনার। অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই অভিজ্ঞ বাহাতি ব্যাটার। গত বুধবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করনে খেলতে আর কোন বাধা থাকল না তামিমের। আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের নেতৃত্ব দেওয়ারও কথা রয়েছে তার।
অভিজ্ঞ ক্রিকেটার হলেও কিছুদিন আগে, জাতীয় দলের অন্যতম নির্বাচক হান্নান সরকার সাফ জানিয়েছিলেন যে তামিমকে ফিরতে হলে ফিটনেস টেস্টে পাস করেই ফিরতে হবে মাঠে। সেই পরীক্ষায় ১৯ স্কোর তুলে ভালোভাবেই উতরে গেছেন তামিম।
এই বছরের মে মাসে দেশের ঐতিহ্যবাহী লিস্ট এ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছিলো তামিমের শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
ময়মনসিংহ ছাড়া বাকি সাতটি বিভাগ সাথে ঢাকা মেট্রো এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। এই পর্বের সবগুলো ম্যাচই হবে সিলেটে। এরপর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্লে-অফ ও ফাইনাল।
সম্প্রতি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করনের লোগো উন্মোচন করা হয়। এনসিএল টি-টোয়েন্টির শেষ হওয়ার পর, তামিম ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন।