• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

তানজিমের দুই উইকেটে জয়ে শুরু গায়ানার

স্পোর্টস ডেস্ক ২৭ নভেম্বর, ২০২৪ ০৪:০৩ এএম

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলতে নেমেই ২ উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা।

গ্লোবাল সুপার লিগে শুরুটা বেশ দারুণ হলো তানজিম হাসান সাকিবের জন্য। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা। 

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।

তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং হাসান খান। ২১ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় দুই উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।

লাহোরের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি তানজিম সাকিবকে।

পরের ওভারের জুনিয়র সাকিবের প্রথম দুই বলেই চার হাঁকান অ্যাডাম রসিংটন। এরপর অবশ্য আর কোনো রান দেননি এই পেসার। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম। এই ওভারে ছয় রান হজম করেন তিনি। এর পর শেষ ওভারে আসেন তানজিম সাকিব। মাত্র দুটি বল করার সুযোগ। প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা। লাহোরের হয়ে ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল। 

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলটির উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ। কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ সহজ করে দেন দলের জন্য। লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান এবং আসিফ আফ্রিদি।