দুই-দিন ব্যাপি ঢাকার আজিমপুরের ক্লাব প্রফেশনাল ক্লাব আয়োজিত প্রো লীগ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছে প্রো জায়ান্ট। গত শুক্রবার প্রো জায়ান্ট এবং প্রো রয়্যালসের মধ্যেকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামল এই টি–১০ লিগের।
সন্ধ্যায় ফ্লাডলাইটের ঝলমল আলোতে আজিমপুর ২৭ নাম্বার মাঠে উপচে পড়া স্থানীয় দর্শকদের সামনে শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রো জায়ান্ট মাত্র ২ রানে প্রো রয়্যালসকে পরাজিত করে প্রো লীগের ষষ্ঠ আসরের শিরোপা জিতে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে মাত্র ৬০ রান সংগ্রহ করে জায়ান্ট। তবে সেই অল্প পুঁজি নিয়েও জায়ান্ট বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর কারনে রয়্যালস ৫ উইকেট হারিয়ে ৫৮ রান করতে সমর্থ হয়। প্রো জায়ান্টের নয়ন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান ও উইকেট শিকারী মেজবাহ।
আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল হোসেন কাওসার ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিশেষ অথিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এর আগে প্রথম সেমিফাইনাল ম্যাচে প্রো জায়ান্ট চার উইকেটে প্রো কিংসকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রো হিরোসকে ১৫-রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে প্রো রয়্যালস।
এর আগে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতে প্রো হিরোস এবং প্রো স্ট্রাইকার মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা হয়। উদ্বোধনী দিনেই পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
১০ ওভারের টুর্নামেন্টে মোট ১০ টি দল অংশ নিয়েছে যেখানে প্রতিটি দল প্রথম রাউন্ডে দুটি করে ম্যাচ খেলেছে। দুই দিনের এই টুর্নামেন্টতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলো সাগুন সাথে ছিলো বিকে গার্মেন্টস।
প্রফেশনাল ক্লাব ঢাকার আজিমপুরের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব। প্রতিবছরই তারা ক্রিকেট টুর্নামেন্টের আয়জন করে থাকে। বর্তমানে এই ক্লাবের সভাপতি মোহাম্মদ সুমন, সেক্রেটারি রাহাত খান, সিনিয়র সহ সভাপতি মোসাহিদ ওমর, সহ সভাপতি মাজহারুল ইসলাম মিঠু ও কাজী আশিকুল ইসলাম (বাবা), সাংগঠিনক সসম্পাদক এইচ আর রাসেল এবং মিডিয়া এডভাইজার আদনান হাদী।