• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

সাকিবের ব্যাটিং-বোলিংয়ে অনুপ্রাণিত নাটোরের আরশ

আদনান হাদী ২৩ নভেম্বর, ২০২৪ ০৩:১৫ পিএম

নাটোর থেকে আগত ফিউচার স্টারস ব্যাটে বলে চমক দেখাতে না পারলেও দলীয় অধিনায়ক আরশ খান ব্যাট বল এবং ফিল্ডিং তিন বিভাগেই নজর কেড়েছেন।

ঢাকার গাজীপুর-পূর্বাচলে চলমান সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম চমক নাটোর ফিউচার স্টারস। সুদূর নাটোর থেকে আগত ফিউচার স্টারস ব্যাটে বলে চমক দেখাতে না পারলেও এই দলেরই অধিনায়ক আরশ খান ব্যাট বল এবং ফিল্ডিং তিন বিভাগেই নজর কেড়েছেন।

প্রথম দুই ম্যাচ হেরে বিদায়ের ক্ষণ গণনা করতে থাকা দলটি বি গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তুরাগ ক্রিকেট একাডেমী।

প্রথম ম্যাচে ঢাকার মোহাম্মদপুরের দল ইজি বাংলা লিমিটেডের সাথে ব্যাট হাতে ব্যর্থ হলে দ্বিতীয় ম্যাচে বল হাতে পুষিয়ে দেন এই তরুন অলরাউন্ডার আরশ যার পুরো নাম আরশ খান।

৭১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা রাইডার্সকে রীতিমত নাকানি চুবানি খাইয়ে ছেড়েছেন এই তরুণ স্পিনার। ঢাকা রাইডার্স এর চার উইকেটের পতনের সবগুলো উইকেট আরশেরই।

এই অলরাউন্ডার কথা বলেছেন ট্রেন্ডিং নিউজ টুয়েন্টিফোরের সাথে। ট্রেন্ডিং নিউজ টুয়েন্টিফোরের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন ভালো সুযোগ সুবিধা পেলে অনেক দূর যাওয়ার ইচ্ছা তার।

তিনি বলেন, অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে এমন একটা আয়োজনে খেলেতে পেরে ভালো লাগছে। এখান থেকে পরবর্তীতে ঢাকা লীগে খেলার ইচ্ছা আছে। আমার প্রাথমিক লক্ষ্য, সামনের তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে খেলা। পরে ধাপে ধাপে ডিপিএল, বিপিএল এবং জাতীয় দলে খেলতে চাই। বর্তমান জাতীয় দলের তৌহিদ হৃদয়ের ব্যাটিং এবং নাহিদ রানার বোলিং ভালো লাগে। তবে সাকিব ভাইয়ের (সাকিব আল হাসান) ব্যাটিং এবং  বোলিং সব সময় আমাকে অনুপ্রাণিত করে। তার খেলা আমাকে অলরাউন্ডার হওয়াতে উৎসাহিত করেছে। তাদের খেলা দেখলে মনে হয় আমরাও পারবো।

আসলে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাইনা। ঢাকায় সবাই যেমন সুবিধা পায় তেমন সুবিধা পেলে আরও ভালো খেলতে পারতাম। আমরা যারা জুনিয়র আমরা আসলে ম্যাচের অপেক্ষায় থাকি। এত সুন্দর করে আয়োজন, লাইভ খেলা দেখানো, মিডিয়ায় নিউজ হওয়া এসব থেকে আমরা বঞ্চিত। যতটুকু সামর্থ্য ছিলো তার মধ্য থেকেই নিজের উন্নতি করার চেষ্টা করেছি।

এবার আমি অনূর্ধ্ব ১৮ ট্রায়ালে (বয়সভিত্তিক বাছাইপর্ব) টিকেছি। আগামী ২৬ শে নভেম্বর একটি ম্যাচ আছে। আশা করি ৪৫ জনের মধ্যে থাকতে পারলে আমি ক্যাম্পে যেতে পারবো।

লেকপরী খেলার মাঠে বি গ্রুপের লড়াই বেশ জমে উঠেছে বিশেষ করে গত বুধবার দিনের শেষ ম্যাচে ঢাকা রাইডার্সকে ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের আশা এখনো জিইয়ে রেখেছে তুরাগ ক্রিকেট একাডেমী।

এই গ্রুপে টানা তিন জয়ে একমাত্র ঢাকার মোহাম্মদপুরের দল ইজি বাংলা লিমিটেড দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। সমান তিন ম্যাচ খেলে দুই পরাজয়ে বিদায়ের পথে ঢাকা রাইডার্স। তবে শেষ ম্যাচে যদি তুরাগকে হারিয়ে দেয় নাটোর তাহলে নাটক আরও জমে উঠবে। সেক্ষেত্রে রানরেটের মাধ্যমে নির্ধারিত হবে কে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে

ইজি বাংলার সাথে। তবে তুরাগ যদি নাটোরের সাথে জিতে যায় তবে দ্বিতীয় দল হিসেবে তুরাগই যাবে দ্বিতীয় রাউন্ডে।

প্রথাম আসরের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পর শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। ১০০ বলের এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন সাব্লিমেশন প্রিন্টিং। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালবেলা। খেলা সরাসরি ইউটিউবে লাইভ দেখাচ্ছে ক্যমসবিডি।

Tags:   খবর