ঢাকার গাজীপুর পূর্বাচলে চলমান সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে এ গ্রুপের চারটি দলের মধ্যে তিন দলই চট্টগ্রাম থেকে আগত।
এ গ্রুপে ঢাকার একমাত্র প্রতিনিধিত্ব করা দল উত্তরা থেকে আগত ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি। প্রথম দুই ম্যাচ হেরে এমনিতেই তাদের অবস্থা নড়বড়ে ছিল। গ্রুপে তাদের শেষ ম্যাচে গতকাল প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম থেকে আগত সবচেয়ে দুর্বল দল চট্টগ্রাম রয়্যালস।
টিকে থাকার লড়াইয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১০ রানের জয় পায় ঢাকার ডিসেন্ট। তবে সুপার সিক্সের টিকিট নিশ্চিতের জন্য শুধুমামাত্র একটি জয়ই তাদের জন্য যথেষ্ট ছিলোনা। কারণ তার আগেই চট্টগ্রামের অন্য দুই দল কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং চট্টগ্রাম টাইগার্স প্রথম দুই ম্যাচে বড় ব্যাবধানে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলে।
টুর্নামেন্টে থেকে বাদ পড়া অনেকটা নিশ্চিত জেনেও শেষ ম্যাচে দারুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়ে প্রথম জয় নিশ্চিত করে ডিসেন্ট। ম্যাচ শেষে ঢাকার তরুনদের তাই উচ্ছাস আর সেলিব্রেশন ছিল চোখে পড়ার মত।
এই দলেরই একজন অফ স্পিনার জাওয়াদ খান। চোখে পড়ার মত তেমন কোন ইনিংস বা বোলিং স্পেল না করলেও তার চোখে মুখে ছিলো তৃপ্তির হাসি। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বোলিং অনুকরন করা এই তরুনের স্বপ্ন একদিন মিরাজের সাথে জাতীয় দলে খেলা। ট্রেন্ডিং নিউজ টুয়েন্টিফোরের সাথে আলাপকালে তিনি আরও বলেন তার মাও একই স্বপ্ন দেখেন।
প্রথম ম্যাচ জয়ের পর খুবই ভালো লাগছে। আসলে ভাবতে পারিনি ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারবো।
ব্যাট হাতে ৩৪ রান করতে পেরে ভালো লাগছে। আমারমুল লক্ষ্য একজন ভালো ক্রিকেটার হওয়া। আমার মাও একই স্বপ্ন দেখেন। প্রথমে অনূর্ধ্ব ১৯ দলে খেলতে চাই। আমার আইডল মিরাজ ভাই। তার সাথে জাতীয় দলে খেলতে চাই।
পূর্বাচলের লেকপরী খেলার মাঠে আগত হাতেগোনা কয়েকজন মহিলা দর্শকদের মধ্যে জাওদের মা মনিরা খান অন্যতম। সন্তানের খেলা দেখার জন্য এবং ছেলেকে উৎসাহিত করার জন্য উত্তরা থেকে ছুটে এসেছেন এই ক্রীড়াপ্রেমী মা।
তিনি বলেন, টুর্নামেন্টের আয়োজন আমাদের বাচ্চাদের বয়স অনুপাতে খুবই ভালো হয়েছে। ক্রিকেটের প্রতি আমার বাচ্চার ঝোক অনেক বেশি সাথে আমারও পছন্দ। আমার ছেলে ভালো ক্রিকেটার হবে এটাই স্বপ্ন দেখি। আমাদের পরিবারের সবাই ক্রিকেট পছন্দ করে। প্রতিটা বাবা-মার স্বপ্ন থাকে ছেলে একদিন জাতীয় দলে খেলবে।
একঝাক তরুনদের নিয়ে ঢাকার গাজীপুর পূর্বাচলে ই-কুরিয়ার কোম্পানি সুরক্ষিত এর আয়োজনে চলছে ১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্ট। দুই পরাশক্তি কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং চট্টগ্রাম টাইগার্সের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে এ গ্রুপের খেলা।
শক্তিমত্তার লড়াইয়ে কোয়ালিটিকে হারিয়ে শীর্ষস্থান নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে টাইগার্স। হারলেও টাইগার্স এর সাথে সুপার সিক্সে যাচ্ছে কোয়ালিটি।
লেকপরী খেলার মাঠে আজ মঙ্গলবার শুরু হয়েছে গ্রুপ বি এর খেলা। প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে তিনটি করে খেলা। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন সাব্লিমেশন প্রিন্টিং। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালবেলা। খেলা সরাসরি ইউটিউবে লাইভ দেখাচ্ছে ক্যমসবিডি।