নওগাঁর মহাদেবপুরে হাজারো ভক্তদের আগমনে ৩২পহর ব্যাপী রামনবমীর উৎসব হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবাও চৈত্রের রামনবমী তিথিতে ৩২পহর ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ বিভিন্ন দুরদূরন্ত থেকে হিন্দু ধর্মালম্বী হাজারো নারী-পুরুষের আগমনে মুখরিত হয়ে উঠেছে।
কীর্তন, প্রসাদ বিতরণ, পুজো অর্চনা, ভোগ নিবেদন ও মানত দানের মধ্যে দিয়ে চলছে রাম নবমীর উৎসব। হিন্দু ধর্মালম্বী নারী পুরুষেরা প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী-শ্রী রঘুনাথ জিউ মন্দিরটি তাদের ধর্মীয় তীর্থস্থান মনে করেন।
উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল জানান, ৮২শতক জমির উপর বাংলা ১০১০ বঙ্গাব্দের নির্মিত প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী-শ্রী রঘুনাথ জিউ মন্দিরটি নির্মাণ করেন রাম গোপাল রায় চৌধুরী।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমিয় কুমার মন্ডল জানান, প্রতিবছরের ন্যায় হাজারো ভক্তদের আগমনে রামনবমীর উৎসবে মেতে উঠেছে ভক্তগণ। চৈত্র মাসের রামনবমী তিথিতে ৩২পহর ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে দুরদূরন্ত থেকে হিন্দু ধর্মালম্বী নারী পুরুষের আগমন ঘটে। প্রায় ৪শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরটি ভক্তগণ তাদের ধর্মীয় তীর্থস্থান মনে করেন।
এদিকে মহাদেবপুর থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবু বলেন, চৈত্র মাসের রামনবমী তিথিতে ধর্মীয় কীর্তনে লক্ষাধীক মানুষের আগমনে এই রঘুনাথ জিউ মন্দির এলাকাটি মুখরিত হয়ে উঠে। হাজারো ভক্তদের প্রেম-ভালোসাসায় ও ভক্তিতে বেজায় খুশি হয়েছেন কীর্তন গায়িকা কুমারী সীমা রায় ।