• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

চুল পড়া বন্ধে ঘরোয়া উপায়

ফিচার ডেস্ক ০৯ জানুয়ারী, ২০২৫ ০২:১৮ পিএম

প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক ঘটনা। তবে এর থেকে বেশি চুল পড়লে তা হতে পারে দুশ্চিন্তার বিষয়।

জেনেটিক্স, স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা এবং জীবনযাপনের মতো বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক ঘটনা। তবে এর থেকে বেশি চুল পড়লে তা হতে পারে দুশ্চিন্তার বিষয়। জেনে নেয়া যাক চুল পড়া বন্ধে ঘরোয়া উপায়-

১. তেল 

নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজের জন্য নারিকেল, আমলকি বা ক্যাস্টর অয়েল ব্যবহার করলে তা রক্ত ​​সঞ্চালনকে উদ্দীপিত করে, চুলের শিকড়কে পুষ্ট করে এবং ফলিকলকে শক্তিশালী করে।

২. চাল ধোয়া পানি

রাতে চাল ভিজিয়ে রেখে পরদিন সেই চাল ধোয়া পানি দিয়ে চুলে ধোয়া হয়। এই পানি ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলতে সাহায্য করে, চুলের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং ভাঙা কমায়।

৩. পেঁয়াজ

পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। মাথায় পেঁয়াজের রস দিলে চুলের ফলিকলে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়। চুল হয় আরও মজবুত।

৪. অ্যালোভেরা

অ্যালোভেরা মাথার ত্বকের স্বাস্থ্য মেরামত করে এবং চুল পাতলা হওয়া প্রতিরোধ করে।

৫. ডিম

ডিমে আছে প্রোটিন ও বায়োটিন। ডিমের সঙ্গে টকদই, অলিভ অয়েল ইত্যাদি মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন। এতে চুল হবে আরও মজবুত।

৬. টক দই

টক দইয়ে প্রোটিন থাকে। টক দইয়ের হেয়ার মাস্ক চুলে লাগালে চুল মজবুত হয়। 

৭. মেথি

চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণমতো মেথি পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেসব বেটে পেস্ট তৈরি করে মাথায় লাগান। এতে চুল পড়া কমে যাবে, চুলের বৃদ্ধি হবে ত্বরান্বিত।