• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

‘বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়’

টিএন২৪ ডেস্ক ০৯ জানুয়ারী, ২০২৫ ০২:৫৭ পিএম

বর্তমানে মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। পরে দিন ও স্থান জানানো হবে।

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন করেছেন বিডিআর বিদ্রোহ মামলার বিচারক।পরিদর্শন শেষে তিনি জানান, বর্তমানে এখানে আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। পরে দিন ও স্থান জানানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না।

এদিকে আগুনের ঘটনা জানাজানি হওয়ার পর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক সকাল সাড়ে দশটায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন।

তারা জানান, পরিদর্শন শেষে বিচারক আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন। 

Tags:   খবর