বাংলাদেশের ৫৬ লাখ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কিশোরীরাও। বুধবার (১১ ডিসেম্বর) ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৭ অক্টোবর বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে এইচপিভি টিকা দেওয়া শুরু হয়। সারা দেশের ৬২ লাখ কিশোরীকে এই টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল। কিন্তু টিকা দেওয়া সম্ভব হয়েছে ৫৬ লাখ কিশোরীকে, যা লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ। পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছরের কিশোরীকে বিনা মূল্যে এ টিকা দেওয়া হয়েছে।
জরায়ুমুখ ক্যান্সার হয় একটি সাধারণ ভাইরাস (এইচপিভি) থেকে এবং এটি গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নারীর মৃত্যুর একটি অন্যতম কারণ। বাংলাদেশে প্রতিবছর জরায়ুমুখ ক্যান্সারে ৫ হাজারের বেশি নারী প্রাণ হারান। তবে প্রাণঘাতী এই ক্যানসার প্রতিরোধযোগ্য। এর প্রথম ধাপ হলো, সব নারীকে কৈশোর বয়সেই এইচপিভি টিকা নিতে হবে।
গবেষণায় দেখা গেছে, যাঁরা এই টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে জরায়ুমুখ ক্যানসার প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশে ২০০৮ সাল থেকে চিকিৎসা বিশেষজ্ঞরা এইচপিভি টিকার গুরুত্বের কথা বলে আসছেন এবং গত কয়েক মাসে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া যাঁদের এই টিকা দেওয়া হয়নি, তাঁদেরসহ সব নারীর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা নিশ্চিত করা যেন ভাইরাসটি ক্যান্সার কোষ তৈরির প্রাথমিক পর্যায়েই শনাক্তকরণের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা যায়।
এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি গ্যাভি টিকা ক্রয়, সরবরাহ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত লজিস্টিক নিশ্চিত করতে অর্থায়নে সহায়তা করেছে। আর ইউনিসেফ এইচপিভি টিকাদান কার্যক্রমের সামগ্রিক পরিকল্পনা, পর্যবেক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করে প্রান্তিক পর্যায়ে টিকা পৌঁছে দিতে ডব্লিউএইচও ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে কাজ করেছে।
জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রতিদিনের ধারাবাহিক অগ্রগতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের বিষয়টি স্বাস্থ্যসেবা অধিদপ্তরকে পিছিয়ে থাকা এলাকাগুলো শনাক্ত করে সেখানে অতিরিক্ত সহায়তা ও মনোযোগ প্রদানে সক্ষম করে তোলে।