বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড এর সদস্য হলেন চট্টগ্রামের রুবেল বড়ুয়া। তিনি বন্দর নগরীর চন্দনাইশ উপজেলার মধ্যম জোয়ারা গ্রামের অধীর রঞ্জন বড়ুয়া ও বাপ্পী বড়ুয়ার ছেলে। এ ছাড়া তিনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। যার মধ্যে রয়েছে, সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল ও আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট।
এর আগে গত ১৮ নভেম্বর (সোমবার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান করে ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। যাতে বলা হয়েছে ট্রাস্টি বোর্ড এর মেয়াদকাল আগামী ১৬ নভেম্বর ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।
আরো বলা হয়েছে, উক্ত মেয়াদ শেষ হবার পূর্বে সরকার কোন মনোনীত ট্রাস্ট্রিকে কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে পারবে।