মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানে অপর ট্রাকের ধাক্কা লেগে দুই চালক নিহত হয়েছেন।
আজ রোববার (০৯ জুন) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন__ ট্রাক চালক মো. উজ্জ্বল (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ও পিকআপ ভ্যান চালক মো. রায়হান (২১)। সে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় পাইপ বোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক উজ্জ্বল ও পিকআপ ব্যান চালক রায়হান।