• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

মঈন আব্দুল্লাহ, ঢাকা ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বিষয়টি তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন।

বিয়ের খবর জানিয়ে ইমরান লেখেন, আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে বুধবার (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন পারিবারিক ভাবে আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। 


ইমরান আরও লিখেন, ‘তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

এ গায়ক ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত ক্যারিয়ার গড়ে তোলে। ২০০৮ সালে  সাবিনা ইয়াসমিনের সঙ্গে "ভালবাসার লাল গোলাপ" চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। 

তারঁ প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে "স্বপ্নলোকে" যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন।

এছাড়া তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের "দিল দিল দিল", পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের "ওহে শ্যাম", এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের "তুই কি আমার হবি রে" গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০২৩ সালে শাকিব খান অভিনীত লিডার আমিই বাংলাদেশ চলচ্চিত্রের আবারও আলোচনায় আসেন।

Tags: