• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন গয়েশ্বর চন্দ্র রায়

টিএন২৪ ডেস্ক ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩২ পিএম

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভিসা বন্ধ করে ভারত নিজেদেরই ক্ষতি করেছে। ওদের দেশের ডাক্তাররাও কর্মবিরতি পালন করবে ক’দিন পর।

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এক হয়েও দুর্ভিক্ষ ঠেকাতে পারবেন না বলে  কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিজয়ের ৫৩ বছর: আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে নদীতে স্রোত নেই, সেই নদী কোনো মানু্ষকে আকৃষ্ট করে না। স্বৈরতন্ত্র এখনো চলমান নেই- এমনটা আমরা বলতে পারি না। কারণ একটা ব্যক্তি স্বৈরাচারের পতন ঘটালে স্বৈরাচারের পতন ঘটে না।’

সাম্প্রদায়িকতার বিষয়ে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতীয় পত্রিকায় লেখালেখির প্রভাব এখানে পড়বে না। ভিসা বন্ধ করে ভারত নিজেদেরই ক্ষতি করেছে। ওদের দেশের ডাক্তাররাও কর্মবিরতি পালন করবে ক’দিন পর।’

ষড়যন্ত্র চলছে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটি কখনো দৃশ্যমান কখনো অদৃশ্য। হাসিনার কাছ থেকে সুবিধাগ্রহীরা হাসিনাকে রাখতে চাইবে। হাসিনামুক্ত বাংলাদেশের ভেতরে যে উপসর্গ দেখা গেছে, সেই উপসর্গের নাম হলো ষড়যন্ত্র।’

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি ৯০ ভাগ। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে সোনিয়া- মোদি এক হয়েও দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারতের। বাংলাদেশের মানুষের চেতনা ভারত যদি বুঝতে না পারে, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা হবে মুখোমুখি। ভারতকে ভাবতে হবে সাউথইস্টে সব দেশ ছাড়া ভারত একা কিভাবে চলবে।’

‘৭ থেকে ৮ লাখ অবৈধ ভারতীয় এই দেশে আছে বলে শোনা যাচ্ছে। আমরা ফেরত পাঠালে কী হবে ভাবেন আপনারা’, যোগ করেন বিএনপির সিনিয়র এ নেতা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কারের কোনো শেষ নেই। অন্তর্বর্তী সরকার অনেক কথা বলছে। কিন্তু নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা নেই সরকারের। আর এতো ছাত্র দেখা গেল আন্দোলনে। এখন কয়েকজনকে দেখা যায় সামনে। বাকিরা কই? সরকারের শুরুটা ভালো। তবে শেষটা ভালো না হলে কষ্ট পাবো।’