ঢাকা টু আখাউড়া লংমার্চকে স্বাগত জানাতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে এ লংমার্চ শুরু হয়। আখাউড়া স্থলবন্দরে গিয়ে এটি শেষ হবে।
রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী, শনিরআখড়া, মাতুয়াইল, চিটাগাং রোড, কাঁচপুর ব্রিজ, রূপগঞ্জের তারাবো পৌরসভা মোড় রাস্তার দু’পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠছে মোড়গুলো। একইসাথে স্থানীয় নেতাদের নামেও স্লোগান দিচ্ছেন তারা।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।