ভারতের নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।
আজ মঙ্গলবার (২৩ মে) সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতে ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, যাত্রিবাহী বাসটি পুনে থেকে বুলধানায জেলার মেহেকার শহরে যাচ্ছিল। এ অবস্থায় উল্টো দিক থেকে দ্রুত বেগে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।
এনডিটিভি জানায়, যাত্রিবাহী বাসটি ধুমড়ে-মুচড়ে গেছে। এর অর্থ হলো বাস ও ট্রাক দুইটাই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গতিতে চলছিল। ট্রাকটি প্রাথমিকভাবে একটি লজিস্টিকস কোম্পানির বলে জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।