• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে বিক্ষোভ

টিএন২৪ ডেস্ক ০৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:৫১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের জোহা চত্বরে সমাবেশ করেন তারা। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সদস্যরা বলেন, অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল করা না হলে স্বৈরাচার সরকার পতনের ন্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নামিয়ে দিতে কার্পণ্য করবে না ছাত্র সমাজ।

 এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, পোষ্য কোটার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য জারি রাখা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ছেলেমেয়েরা কোনভাবেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারেনা, যে তাদের জন্য কোটা রাখতেই হবে। অতি দ্রুত পোষ্য কোটা বাতিল না করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেন তারা।

 এদিকে, বিদ্যমান পোষ্য কোটা বাতিলের দাবি তুলেছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমও। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পোষ্য কোটা’ নামক তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে।’