• মঙ্গলবার ১৪ জানুয়ারী, ২০২৫
logo

২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু

টিএন২৪ ডেস্ক ১২ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৩ পিএম

২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। স্থগিত ঘোষণার দুইদিন পর ৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

জানা যায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর থেকে এ বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এবার প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা।

১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।