• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ সহ্য করবে না : ফারুক

টিএন২৪ প্রতিবেদক ৩০ নভেম্বর, ২০২৪ ০৩:০৪ পিএম

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস ভেগে যাওয়ার লোক নয়। সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিন্তু টালবাহানা জনগণ সহ্য করবে না। নির্বাচন আপনাকে দিতেই হবে। রোডম্যাপ ঘোষণা করতেই হবে।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস ভেগে যাওয়ার লোক নয়। সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিন্তু টালবাহানা জনগণ সহ্য করবে না। নির্বাচন আপনাকে দিতেই হবে। রোডম্যাপ ঘোষণা করতেই হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমাদের বিশ্বাস ড. মুহাম্মদ ইউনূস কখনও বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে পারে না। তবে যারা বেইমানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রধান উপদেষ্টা অনতিবিলম্বে তাদের বের করে দিন।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিগত ১৫ বছর ধরে যেসব দল আন্দোলন করেছে তারা সবাই আপনার সঙ্গে আছে, শুধু আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কী করবেন না, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, তারা এই সিদ্ধান্ত নেবে।’

শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এই সরকার জনগণের সরকার, আপনার-আমার সরকার। সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সরকার। যদি গণতন্ত্রের স্বপক্ষের লোক হতেন, দুর্নীতি-ব্যাংক লুট না করতেন তাহলে জনগণ আপনাকে গ্রহণ করতো।’  

পরিষদের সভাপতি অধ্যাপক ড. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেএম খালেদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভায় আরও ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।