সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)র ৩০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে রোববার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান আশাবাদ র্যক্ত করে বলেন, ‘ভবিষ্যতে আমাদের দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যাতে সিপিডি খুবই নির্ভয়ে সব কাজের আলোচনা-সমালোচনা করতে পারে। শুধু সিপিডি নয়, আমাদের দেশে যাতে আসলেই এ রকম একটা গণতান্ত্রিক আবহ থাকে, বহুমতের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি। কারণ, বহুমত প্রকাশের জন্য এখন নানা রকম ঝুঁকি দেখি।’
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম দাবি করেন, গত ১৫ বছরে মুক্তচিন্তাকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে। তিনি মনে করেন, আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ ছিল গণমাধ্যমের গলা চেপে ধরা।
এদিকে অনুষ্ঠানে রেকর্ডকৃত ভিডিও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দিনব্যাপী এই অনুষ্ঠানে সূচনা বকৃতা করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) বোর্ডের পরিচালক নিহাদ কবির, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।