• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ভারত ও মিয়ানমার থেকে চাল কিনবে সরকার

টিএন২৪ ডেস্ক ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৫ পিএম

ভারত ও মিয়ানমার থেকে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।

ভারত ও মিয়ানমার থেকে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে এক লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন সিদ্ধ চাল রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

জানা যায, সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে মিয়ানমারের মায়ানমার রাইস ফেডারেশন থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এ আতপ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৫১৫ মার্কিন ডলার।