বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেপ্তার হওয়া ৫২ সদস্যের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া অন্তঃসত্ত্বা থাকায় অপর একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, আজ দুটি মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৩ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসামি পক্ষের আইনজীবী কাজী মহোতুল হোসাইন জানান, উভয় পক্ষের আবেদন শুনানি শেষে একজন অন্তঃস্বত্ত্বা আসামিকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শেষে পরবর্তী ধার্য তারিখে আদালতে হাজির করা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বান্দরবান কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক জানান, রাষ্ট্রপক্ষ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। একজনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং ৫২ জনের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।