• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

স্মার্ট বাংলাদেশ গড়তে মা-কেও স্মার্ট রূপে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ০২ মার্চ, ২০২৪ ০২:১৫ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের পাশাপাশি মা-দের স্মার্ট রূপে গড়ে তুলতে হবে। কারণ, শিশুর মনোজগতে ও বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের পাশাপাশি মা-দের স্মার্ট রূপে গড়ে তুলতে হবে। কারণ, শিশুর মনোজগতে ও বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি শিশু শিক্ষার্থী মায়ের সাথে  শিক্ষকদের নিবিড় যোগাযোগ রাখার পরামর্শ দেন। 

প্রতিমন্ত্রী আজ শিনবার বিকেলে শ্রীপুরের রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৪ (চার) তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 'মা' সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

সমাবেশে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এড. সামছুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

Tags: