• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

মধুপুর প্রেসক্লাব পাঠাগারকে সমৃদ্ধে বই হস্তান্তর

মধুপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাব গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে বই হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ’ উদ্যোগে শুক্রবার (২৪ মার্চ)  ৫ শতাধিক বই হস্তান্তর করে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ক কো অর্ডিনেটর ড. আবু হাদী নুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন  সুপ্রিম কোর্টের  বর্তমান আইনজীবী ড. উত্তম কুমার দাস। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান। এসময় বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি  অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ, এসএম শহীদ প্রমুখ। 
 

Tags: