• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

৪৫তম বিসিএসে উত্তীর্ণ ১২ হাজারের বেশি

বিডি নিউজ অনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

আজ মঙ্গলবার (০৬ জুন) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ হয়।

জানা গেছে, ৪৫তম বিসিএসে পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন। পরীক্ষার পূর্ণ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।

গত ১৯ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
 

Tags: