এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকার মাঝি হতে ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রাহমান সিদ্দিক। কিন্তু দলের সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে। কিন্তু হতাশ হতে হলো এ অভিনেতাকে। তাই মন ভালো করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে উড়াল দিলেন সিদ্দিকুর।
ফেসবুকে এক ভিডিও বার্তায় সিদ্দিক বলেন, ‘দুর্ভাগ্য হলো যে আমাকে মানননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৭ আসনের জন্য সিলেকশন করেনি। সেই কারণে একটু মন খারাপ। মানুষের মন খারাপ হলে কী করে? বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তাই আমিও ঘুরতে দুবাই এসেছি এবং কেনাকাটা করছি। অনেকেরই মন খারাপ হলে ঘুরে বেড়ালে বা কেনাকাটা করলে মন ভালো হয়। আমারও তাই।’
মনোনয়ন না পেলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান এ অভিনেতা। নিজেকে ‘আওয়ামী লীগের লোক’, ‘নৌকার মানুষ’ এবং ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক’ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সত্যিকার অর্থে ওই মানুষটির পক্ষে কাজ করব, নৌকার হয়ে কাজ করব। কারণ আমি নৌকার বাইরের মানুষ নই।’
ঢাকা-১৭ আসনের বাসিন্দাদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান সিদ্দিক। তার কথায়, আমাদের গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাষানটেক এলাকায় যারা বসবাস করেন তারা সবাই মিলে একত্রিত হয়ে আগামী উপনির্বাচনে নৌকাকে জয়ী করব।’
তবে এবার মনোনয়নবঞ্চিত হলেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করেন অভিনেতা। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ মে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করার পরে এই আসনটি শূন্য হয়। পরে গত ১ জুন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।