• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক

টিএন২৪ প্রতিবেদক ১০ ডিসেম্বর, ২০২৪ ০১:০১ পিএম

গ্রেস ফু অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কে সিদ্দিকীর ব্রিফিংয়ের প্রশংসা করেন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিশেষ দূত লতিফ সিদ্দিকী মঙ্গলবার সিঙ্গাপুরের পরিবেশ ও স্থায়িত্ব বিষয়ক মন্ত্রী এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফু-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকটি সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিদ্দিকী সিঙ্গাপুরের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চলমান সম্পৃক্ততার জন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, গত মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা প্রসঙ্গে। তিনি বলেন, “বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্ঞান বিনিময়সহ আরও গভীর ও বিস্তৃত সম্পর্কের প্রত্যাশা করে।”

গ্রেস ফু অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কে সিদ্দিকীর ব্রিফিংয়ের প্রশংসা করেন এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করার মাধ্যমে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সুযোগ।

বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিঙ্গাপুরে বাংলাদেশের বাণিজ্য কাউন্সেলর লুথফুন নাহার উপস্থিত ছিলেন।

Tags:   খবর