চীনের কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের চিপ কেনার ক্ষেত্রে সতর্ক করেছে দেশটির শীর্ষ চারটি শিল্প সংস্থা। গত মঙ্গলবার যৌথ বিবৃতিতে তারা বলে, যুক্তরাষ্ট্রের চিপ 'আর নিরাপদ নয়' এবং কোম্পানিগুলোর উচিত স্থানীয় চিপ কেনা। এটি চীনা চিপ নির্মাতাদের ওপর ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞার প্রতি প্রতিক্রিয়া।
সংস্থাগুলোর পরামর্শ যুক্তরাষ্ট্রের চিপ নির্মাণকারী বৃহত্তম কোম্পানিগুলোকে প্রভাবিত করতে পারে, যেমন এনভিডিয়া, এএমডি, এবং ইন্টেল। যেগুলো রপ্তানি নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও চীনের বাজারে পণ্য বিক্রি চালিয়ে যেতে সক্ষম হয়েছে।
অপরদিকে, মার্কিন চিপ নির্মাতাদের প্রধান বাণিজ্য সংস্থা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বলেছে, চীনে যুক্তরাষ্ট্রের চিপ কেনার ওপর সীমাবদ্ধতা আরোপের জন্য সমন্বিত আহ্বান অপ্রয়োজনীয় এবং যুক্তরাষ্ট্রের চিপ 'আর নিরাপদ বা নির্ভরযোগ্য নয়', তা সম্পূর্ণ ভুল।
সংস্থাটি আরও বলছে, যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিয়ন্ত্রণ চীনের ইন্টারনেট শিল্পের উন্নয়নে 'গুরুতর ক্ষতি' করেছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য করা কোম্পানিগুলো বলেছে, তারা উৎপাদন অব্যাহত রাখতে পারবে, কারণ তারা তাদের উৎপাদনের জন্য নিজেরাই স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
চায়না অ্যাসোসিয়েশন অব কমিউনিকেশন এন্টারপ্রাইজ বলেছে, তারা আর মার্কিন চিপ পণ্যকে নির্ভরযোগ্য বা নিরাপদ হিসেবে মনে করে না এবং চীনা সরকারকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর সরবরাহ শৃঙ্খল কতটুকু নিরাপদ তা তদন্ত করা উচিত।
এই সতর্কতাগুলো চীনের মার্কিন মেমোরি চিপ নির্মাতা মাইক্রনের প্রতি আচরণের মতো। গত বছর যুক্তরাষ্ট্র চীনে চিপ তৈরির প্রযুক্তির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার পর মাইক্রন সাইবার নিরাপত্তা পর্যালোচনার আওতায় আসে। পরে চীন মাইক্রনকে তার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ শিল্পে চিপ বিক্রি করতে নিষিদ্ধ করে, যা কোম্পানির মোট আয়ের কিছুটা প্রভাব ফেলেছিল।