• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

উন্নত সেবা দিতে বড় পরিকল্পনা মেটার

ফিচার ডেস্ক ০১ ডিসেম্বর, ২০২৪ ০১:৩২ পিএম

বিশ্ব জুড়ে ডেটা ট্রাফিকের বিস্তার বাড়ানোর জন্য সমুদ্রে প্রায় ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের একটি ক্যাবল স্থাপন করার পরিকল্পনা করেছে মেটা।

বিশ্ব জুড়ে ডেটা ট্রাফিকের বিস্তার বাড়ানোর জন্য সমুদ্রে প্রায় ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের একটি ক্যাবল স্থাপন করার পরিকল্পনা করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একমাত্র মূল সংস্থা মেটা। এই প্রকল্পে প্রায় ১০ বিলিয়ন ডলার (৮৪ হাজার কোটি টাকা) খরচ হবে বলে জানা গেছে।

মেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী কোম্পানি। এর প্ল্যাটফর্মটি সব ধরনের ইন্টারনেটের ১০ শতাংশ এবং মোবাইল ইন্টারনেট ট্রাফিকের ২২ শতাংশ পায়। এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে, এই সংস্থাটি তার ডেটা ট্র্যাফিককে শক্তিশালী করতে নেটওয়ার্কে কাজ করার পরিকল্পনাও করেছে।

মেটা এই তারকে ডব্লিউ আকারে রাখার পরিকল্পনা করেছে। এটি আমেরিকার পূর্ব উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ আফ্রিকা হয়ে ভারতে পৌঁছাবে। তার পর ভারত থেকে অস্ট্রেলিয়া হয়ে আমেরিকার পশ্চিম উপকূলে যাবে। একবার এই প্রকল্পটি সম্পন্ন হলে, এটি মেটাকে একটি ডেডিকেটেড ডেটা ট্রাফিক রুট প্রদান করবে, যা কোম্পানির কাঠামোগত কৌশলের একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।

মেটার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। এই প্ল্যাটফর্মে রয়েছে কয়েকশে কোটি ব্যবহারকারী। প্রায় সববয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও, টেক্স কনটেন্ট স্ট্যাটাস পোস্ট দেন বহু মানুষ।