• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

ফোন হ্যাং হওয়ার সমস্যা সমাধান করবেন যেভাবে

টিএন২৪ ডেস্ক ০২ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫২ পিএম

ষষ্ঠ জনশুমারি অনুযায়ী দেশে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। দেশের মোট জনসংখ্যার ৫৬ শতাংশই স্মার্টফোন ব্যবহার করেন। এর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

স্মার্টফোন ব্যবহার করে নিত্যদিনের সকল কাজ করা যাচ্ছে খুব সহজেই। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী দেশে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। দেশের মোট জনসংখ্যার ৫৬ শতাংশই স্মার্টফোন ব্যবহার করেন। এর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সেই সাথে মানুষ সম্মুখীন হচ্ছে নানাবিধ কারিগরী সমস্যার। যার মধ্যে অন্যতম হলো ঘন ঘন ফোন হ্যাং হওয়া।

নানান কারণে ফোন হ্যাং হতে পারে। জরুরি প্রয়োজনের সময়ে ফোন কাজ করা বন্ধ করে দিলে, খুব সমস্যা। তবে সহজেই ফোন হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারবেন। জেনে নিন সহজ কিছু উপায়-

১. প্রথমেই আপনার ফোনের স্টোরেজ খালি করুন। ক্যাশ ক্লিয়ার করুন। এতে খুব সহজেই ফোনের হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারবেন।

২. অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে মুছে ফেলুন। অ্যান্ড্রয়েড ফোনের যে সব অ্যাপ কম ব্যবহার করেন বা ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দিন। মোবাইলের স্টোরেজ খালি থাকলে ফোন হ্যাং কম হবে।

৩. একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। অনেক সময়ে কাজের প্রয়োজনে একটি অ্যাপ ব্যবহারের সময়ে পেছনেও একাধিক অ্যাপ খুলে রেখে দেন অনেকে। এই কাজ যত কম করা যায় ততই ভালো। অনেক সময় পরে সেই সব অ্যাপ বন্ধ করতেও ভুলে যান। তাতে ফোন বেশি হ্যাং করে।

৪. ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসঙ্গে চলে। এর কারণেও ফোন অনেক সময়ে হ্যাং হয়ে যায়। তাই কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলোকে বন্ধ করতে ভুলবেন না। অ্যাপ বন্ধ করার পরে ট্যাবগুলো ক্লিয়ার করে দেবেন। এতে ফোন ভালো চলবে।

৫. স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মেমরি থেকে কাজ হয়ে গেলে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলুন। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ফোনে থেকে যায়, আর সে সব জমেই ফোন হ্যাং করে।

৬. ফোনে ম্যালওয়্যার থাকলেও হ্যাং হতে পারে। খেয়াল করুন ফোন হ্যাক হয়েছে কি না। হ্যাকার আপনার ফোনে কাজ করছে সেসময় আপনিও ব্যবহার করছেন। ফলে হ্যাং হতে পারে ফোন।