বেশ কিছুদিন ধরেই শিক্ষাঙ্গনগুলো উত্তপ্ত। নানা দাবি নিয়ে রাজপথ সরগরম করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এবার স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ২০২১ সালে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও-বঞ্চিত করেছে। অথচ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০-২৫ বছর ধরে এমপিও-বিহীন থাকা সত্ত্বেও শিক্ষক-কর্মচারীরা নিরলসভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এবং জাতীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও থেকে বঞ্চিত করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের এবং শেখ পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিল, সেগুলো এমপিওভুক্ত করেছেন।
তারা বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, বৈষম্য দূর করে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও সকল প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে এমপিওভুক্ত করুন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ইমরান বিল সোলায়মান, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাকেকুজ্জামান রতন, প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক ও মো. ফরহাদ হোসেন বাবুল প্রমুখ।