• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

হাইকমিশন প্রাঙ্গণে হামলার ঘটনায় বিএনপির বিক্ষোভ

টিএন২৪ প্রতিবেদক ০৩ ডিসেম্বর, ২০২৪ ০২:১৯ পিএম

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে তারা।

এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের নেতারা ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা দেওয়া, সোমবারের ঘটনার যথাযথ তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ভারত সরকার ও রাজনীতিকদের প্রতি আহ্বান জানান।