• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ধনবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের ইফতার ও দোয়া মাহফিল

ধনবাড়ী প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ধনবাড়ী নিউ মার্কেটের এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর আনোয়ার হোসেন কালু। 

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আ. হালিম, হাফিজুর রহমান তালুকদার শোভা, যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, আনোয়ার হোসেন (ব্যাংকার)সহ উপজেলা বিভিন্ন মুক্তিযোদ্ধা। 

এছাড়াও ইফতার ও  দোয়া মাহফিল বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।  

Tags: