উইকেটের চারপাশে যখন ‘চট্টগ্রাম রয়্যালসে’র উদীয়মান ব্যাটার আশরাফুল ইসলাম জিহাদ একের পর এক চার-ছক্কা হাকাচ্ছিলেন, তখন এক সময়ের বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং এর কথা মনে পড়ে যাচ্ছিলো।
অনেকটা সিনিয়র আশরাফুলের মতই চোখ জুড়ানো সব শট খেলে ঢাকার গাজীপুর-পূর্বাচলে চলমান ‘সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট’ দেখতে আসা দর্শকদের মাতিয়ে রাখার পরও, দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেনি চট্রগ্রাম থেকে আগত এই তরুন ক্রিকেটার। মাত্র ১০ রানে হেরে যায় ঢাকার ‘ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি’র কাছে।
আর টানা দুই ম্যাচ হারের পর অবশেষে প্রথম জয়ের দেখা পেয়েছে, উত্তরা থেকে আসা ডিসেন্ট বয়েজ। অন্যদিকে টানা তৃতীয় ম্যাচ হারার পর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে গেল চট্রগ্রাম রয়্যালস। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে জয়ের কোনো বিকল্প ছিলোনা দুই দলেরই। সেখানে শেষ হাসি হাসলো ঢাকার দল। আগের চারটি ম্যাচ একচেটিয়া হলেও এই টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলো ডিসেন্ট ও রয়্যালস।
চরম নাটকীয় ম্যাচে শেষ ওভারে রয়্যালসের দরকার ছিলো ১৯ রান। আর উইকেটে ছিলো অর্ধশতক পার হওয়া আশরাফুল। কিন্তু আশরাফুল যখন সাজিদের বলে ৬৩ রান করে বোল্ড আউট হয়ে যায়, তখন রয়্যালস শেষ দুই বলে ১৩ রান সংগ্রহ করতে ব্যর্থ হয়। অথচ ১২৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে যখন রয়্যালস একের পর এক উইকেট হারাচ্ছিলো, তখন একাই লড়ে যাচ্ছিলো আশরাফুল। ছয়টি ৪ আর ছক্কায় সাজানো ছিলো আশরাফুলের দারুন ইনিংস। দল হারলেও গেম চেঞ্জারের পুরাস্কারটি ঠিকই জিতেছেন এই ডানহাতি ব্যাটার।
খেলা শেষে ম্যাচ হারার আক্ষেপ ঝরলো আশরাফুলের কন্ঠে। ‘ট্রেন্ডিং নিউজ টুয়েন্টিফোর’কে বলেন তার আইডল মোহাম্মদ আশরাফুল। "এমন একটি ইনিংস খেলার পর ভালো লাগছে। তবে দলকে জেতাতে পারলে আরও ভালো লাগতো।"আমার লক্ষ্য দলের জন্য এমন আরও ইনিংস উপহার দেয়া এবং এক সময় জাতীয় দলে খেলা। মোহাম্মদ আশরাফুলে ভাইয়ের ব্যাটিং আমাকে অনুপ্রাণিত করে। তার মতই ব্যাটিং করতে চাই।"
এর আগে ১০০-বলে ১২৮ রান করতে সমর্থ হয় ঢাকার দল ডিসেন্ট বয়েজ। সর্বোচ্চ ৩৪ রান আসে খানের ব্যাট থেকে। তবে ম্যাচ সেরা হন বোলার ফাহিম। দুই উইকেট নিয়ে ঢাকার প্রথম জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই তরুন বোলার।
উল্লেখ্য, একঝাক তরুণদের নিয়ে ঢাকার গাজীপুর-পূর্বাচলে ই-কুরিয়ার কোম্পানি সুরক্ষিত এর আয়োজনে চলছে ১০০-বলের এই ক্রিকেট টুর্নামেন্ট। লেকপরী খেলার মাঠে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে তিনটি করে খেলা। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন সাব্লিমেশন প্রিন্টিং। খেলা সরাসরি ইউটিউবে লাইভ দেখাচ্ছে ক্যমসবিডি।