শেখ হাসিনার সঙ্গে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ড. এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাত করেছেন। আজ সোমবার (১০ জুন) নয়াদিল্লির আইটিসি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে, দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদারে গুরুত্ব দেয়া হয়।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে, শনিবার (৮ জুন) সকাল শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন।