• বুধবার ০১ জানুয়ারী, ২০২৫
logo

এমভি আব্দুল্লাহ: অপহৃত নাবিকদের দেশে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ০৯ এপ্রিল, ২০২৪ ০৩:২৭ পিএম

আমাদের একটা লক্ষ্য ছিল, পবিত্র ঈদুল ফিতরের আগে তাদের যেন আনতে পারি। কিন্তু সেই টার্গেটটা পূরণ করতে পারিনি সেটা ব্যর্থ হয়েছে

সোমালিয়ান জলদুস্যদের কবলে জিম্মি ২৩ বাংলাদেশি নাবিককে উদ্ধার করে চলতি মাসেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ব খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আশা করছি, এ মাসের মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। অপহৃত নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের নিকট কাছে ফেরত দেওয়া হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই আশার কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের একটা লক্ষ্য ছিল, পবিত্র ঈদুল ফিতরের আগে তাদের যেন আনতে পারি। কিন্তু সেই টার্গেটটা পূরণ করতে পারিনি সেটা ব্যর্থ হয়েছে। তবে আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনতে পারবো। আমরা আশা করি এই মাসের মধ্যে একটি সুষ্ঠু সমাধান হয়ে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই বিষয়টা সমাধাণের করার চেষ্টা চলছে। তবে আমাদের নৌবিভাগ আন্তর্জাতিক এলাকায় কাজ করে, তারাও খোঁজ-খবর রাখছেন।

নাবিকদের সঙ্গে যোগাযোগ হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, নৌ-অধিদপ্তরও নিয়মিত যোগাযোগ রাখছেন। কথাবার্তা হচ্ছে। তারা ভালো আছেন। তবে, বিষয়টি অল্প কিছুদিনের মধ্যে সমাধাণ হবে। এখন দস্যুদের সঙ্গে আচরণটা কীভাবে হয়, এই ধরনের আলোচনা করার জন্য কিছু কিছু সংগঠন আছে, মানুষে আছে, তাদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে।




Tags: