শাকিব প্রসঙ্গে একটি গোপন তথ্য জানালেন যমুনার এক কর্মকর্তা। তিনি জানান, ২০০৮ সালে যখন যমুনা ফিউচার পার্কের দোকান বিক্রি প্রক্রিয়া শুরু হয়, তখন একটি বিজ্ঞাপনচিত্র প্রচার করা হয়েছিল। সেটা দেখে পরদিনই যমুনার অফিসে হাজির হন শাকিব। এবং শপিং মলটির প্রথম দোকান তথা ০০০১ আইডির দোকানটি ক্রয় করেন। অর্থাৎ যমুনা ফিউচার পার্কের প্রথম দোকানের মালিক শাকিব খান।
কিছু দিন আগে শাকিব খানেরও কর্পোরেট জগতে অভিষেক হয়েছে। একটি বহুজাতিক কোম্পানির পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। সে প্রসঙ্গ টানতেই বুবলী বলেন, ‘তিনি আগে থেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রযোজনা প্রতিষ্ঠান আছে। সেখান থেকে সফলভাবে ছবি বানিয়েছেন। এছাড়া আরও কিছু ব্যবসাও আছে, যেগুলোর কথা তিনি প্রকাশ করেন না। আমি মনে করি তিনি অভিনেতা হিসেবে যেমন সেরা, তেমনি বিজনেসেও বেস্ট।’
বুবলীর কাছে শাকিব প্রসঙ্গে প্রশ্ন থাকে বরাবরই। কেননা তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। ঈদে শাকিবের সিনেমা ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। সেটার সঙ্গে প্রতিযোগিতায় নামছেন কিনা, এ প্রসঙ্গে বুবলীর জবাব, ‘তিনি পঁচিশ বছর ধরে কাজ করছেন। আমার ফিল্ম জার্নি শুরু হয়েছে তার হাত ধরে। তার ছবি রোজার ঈদে আসছে, আমিও আসছি। আমরা যার যার জায়গা থেকে ভালো ছবি নিয়ে আসছি। এখানে প্রতিযোগিতার কিছু নেই। আমি সবসময় তার ছবির জন্য শুভকামনা জানাই। ইনফ্যাক্ট সবার ছবির জন্যই শুভকামনা থাকে।’
গেলো ফেব্রুয়ারিতে গুঞ্জন ওঠে, আসন্ন কান উৎসবে যাবেন বুবলী। ‘চাদর’ নামের ছবি নিয়েই কানযাত্রা হবে তার। সঙ্গে সহ-অভিনেতা সাইমন সাদিক ও ছবির পরিচালক জাকির হোসেন রাজু। তবে বিষয়টি নিয়ে এখনই স্পষ্ট কিছু বললেন না বুবলী। তার মতে, ‘কান তো অনেক বড় উৎসব। আমি নিজেও শুনেছি এই উৎসবে যাওয়ার কথা। যেহেতু এটা দীর্ঘ প্রক্রিয়া, সুতরাং কীভাবে কী হবে, সেটা আমার নির্মাতা-শিল্পী ভালো বলতে পারবেন।’