রাজধানীর মগবাজার ক্রসিংয়ে রেল দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে-মুচড়ে গেল ৪টি গাড়ি। জানা যায়, মগবাজার রেলগেট এলাকায় সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়া কয়েকটি গাড়ির ওপর উঠে গেছে একটি ট্রেন।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন আসার সময় রেললাইনে আটকে থাকা গাড়ি গুলোকে দুমড়ে-মুচড়ে চলে যায়। গাড়িগুলোর মধ্যে একটি মাইক্রো বাস, একটি কার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে দুর্ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তথ্যটি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিগগিরই সেখানকার যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হবে।