• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

মনোনয়ন পেলেন না অভিনেতা সিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়ন ফরম কিনে ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। 

সে সময় তিনি বলেন, আসন্ন ৭ জানুয়ারি-২০২৪, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭, সংসদীয় আসন ১৯০ (গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট, ভাসানটেক এলাকা ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) সংসদীয় আসন-১৩০-এর জন্য আওয়ামী লীগের দুটি মনোনয়ন ফরম কিনলাম। তবে এই দুই আসনের মধ্যে তাঁর কপাল পুড়লো। কোনোটিতেই হলো না স্থান এ অভিনেতার স্থান। 

ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেয়েছে মোহাম্মদ আলী আরাফাত এবং টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন পেয়েছেন ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। 

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এর আগে ২০ নভেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিদ্দিকুর রহমান। 
 

Tags: