টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন__ ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে নিহত এক শিশুর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যানে করে পরিবার নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন মাইনুদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। শিশু সিয়ামকে মধুপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, 'ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।'