• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

যোগাসন করে যৌন হেনস্থার মুখে ঊষসী চক্রবর্তী!

অনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

বর্তমানে ছোটপর্দা থেকে দূরে রয়েছেন ‘জুন আন্টি’ খ্যাত ঊষসী চক্রবর্তী। তবে ফিট থাকতে চালিয়ে যাচ্ছেন নিয়মিত শরীরচর্চা। জিমে গিয়ে মাঝেমধ্যেই ঘাম ঝরান তিনি। 

যদিও জিমের চেয়ে যোগাসনই বেশি পছন্দ তাঁর। কারণ যোগচর্চাই তাকে বেশি স্বস্তি দেয়। মাঝে মধ্যেই নিজের এসব মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন শ্যামল চক্রবর্তী কন্যা। কিন্তু এবার ছবি প্রকাশ করে হেনস্তার শিকার হলেন ঊষশী। আনন্দ বাজার পত্রিকার খবর।  

সম্প্রতি কর্ণপিডাসনের ছবি দেন ঊষসী। তার পরই সামাজিক মাধ্যমে লাগাতার কটাক্ষের মুখে পড়েন তিনি। বিভিন্ন ধরনের কু-প্রস্তাবও পান পর্দার ‘জুন আন্টি’। 

এই প্রসঙ্গে ঊষসীর সাফ কথা, ‘মানুষ যত এমন করবে, আমি তত বেশি করে এ রকম ছবি দেব।’

আনন্দবাজার অনলাইনকে খানিকটা ক্ষুব্ধ ভাবেই ঊষশী বলেন, ‘আমাকে এই স্টাইলে দেখে অনেকেরই দেখলাম যৌন চাহিদার উদ্রেক হচ্ছে। তবে কর্ণপিডাসন এমন একটা আসন যা অবসাদ, বদহজমের ক্ষেত্রে ভীষণ উপকারী। এই ধরনের একটু কঠিন যোগাসন করার অভ্যাস রয়েছে আমার। সেটা দেখে নানা কটু কথা হচ্ছে, যা শালীনতার মাত্রা ছাড়িয়েছে। আসলে সামাজিক মাধ্যম এখন অশিক্ষিত মানুষদের হাতে ক্ষমতা দিয়েছে। আর তারকারাই তাদের টার্গেট। আসলে সব কিছুর ভালোমন্দ দিক আছে। তবে যোগাসনের মতো একটা নিরীহ শরীরচর্চায় কী ভাবে মানুষ যৌনতা খুঁজে পান সেটাই বিস্ময়কর।’

ঊষশী আরও বলেন, ‘যোগাসনের কারণে যৌন চেতনা উদ্রেক হচ্ছে মানছি। তার কারণে সামাজিক মাধ্যমে গালাগালি করা এক অভূতপূর্ব ব্যাপার! তবে যে যাই বলুক, আমি এ রকম বিকট, কঠিন, জটিল যোগাসন করব এবং সেই ছবি প্রকাশ করবো।’

শরীরচর্চার ক্ষেত্রে ঢিলেমি একেবারেই পছন্দ করেন না অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। ব্যস্ততা থাকা সত্ত্বেও নিয়মিত শরীরচর্চা করেন রুটিন মেনে। তবে জিমে নয়, বরং যোগেই ভরসা তার।

Tags: