আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার সময় শেষ হয়েছে গত মঙ্গলবার। টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) এ আসনে চারবারের এমপি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি ছাড়াও এবার ক্ষমতাসীন দল থেকে নৌকায় চড়তে চান- ড. রাজ্জাকের বোন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামছুন নাহার চাঁপা, কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক মেহেরুল হাসান সোহেল, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান ওরফে মাসুদ রানা, অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ও বিদেশীদাতা প্রতিষ্ঠানের সাবেক কাট্রি ডিরেক্টর খন্দকার হাসানুজ্জামান রানা।
এদের মধ্যে শামছুন নাহার চাঁপা ও ছরোয়ার আলম খান আবুর রাজনৈতিক ক্যারিয়ারের পথ সুদীর্ঘ। তবে নতুন মুখ হিসাবে ভোটাদের মাঝে ছরোয়ার আলম খান আবুকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অন্য প্রার্থীরা দলীয় মনোনয়নপত্র জমা দিলেও ভোটের মাঠে নেই তাদের তৎপরতা।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন, ‘এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। জনমত জরিপে ড. মো. আব্দুর রাজ্জাকের বিকল্প নেই। তিনি কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের অভিভাবক। ধনবাড়ী ও মধুপুরে ব্যাপক উন্নয়ন করেছেন।’
ছরোয়ার আলম খান আবু বলেন, ‘ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগে জড়িত। উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছাড়াও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছি। সাধারণ ভোটাদের অনুরোধে দলীয় মনোনয়নপত্র তুলে জমা দিয়েছি।’
শামছুন নাহার চাঁপা বলেন, ‘সারা জীবন দলের কাজ করে আসছি। নেত্রী মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নিবো।’
এদিকে, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় এ আসনে মোট ভোটার সংক্যা ৪ লাখ ৩৩ হাজার ৬৫৩ জন। পুরুষ ২ লাখ ১৭ হাজার ১৭০ জন এবং নারী ২ লাখ ১৬ হাজার ৬৫৩ জন।