• রবিবার ২৯ ডিসেম্বর, ২০২৪
logo

হাজারো কর্মীসমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কৃষিমন্ত্রী

চপল মাহামুদ, ঢাকা ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

উৎসবমুখর পরিবেশে নিজের নির্বাচনী এলাকা মধুপুর-ধনবাড়ী উপজেলার হাজারো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মন্ত্রী। 

ড. আব্দুর রাজ্জাক ২০০১ সাল থেকে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে একটানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকায় ব্যাপক জনপ্রিয় এই নেতার মনোনয়নপত্র জমা দেয়ার জন্য হরতাল-অবরোধ উপেক্ষা করে প্রায় শতাধিক গাড়িতে করে মধুপুর-ধনবাড়ী উপজেলা থেকে হাজারো নেতাকর্মী সকালে ঢাকায় আসেন। 

নেতাকর্মীরা দুপুরে কর্মীবান্ধব নেতা ড. আব্দুর রাজ্জাক এর সঙ্গে তার সরকারি বাসভবনে মতবিনিময় করেন। বিকালে ব্যানার, ফেস্টুন ও নৌকার মিছিল সহকারে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে যান তারা।

Tags: