• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

দেশের খাদ্য বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

বিডি নিউজ বুক ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

এ বছর দেশে ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকরা যেভাবে ধান উৎপাদন করেছেন, তাতে দেশের খাদ্য বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে। 

আজ রোববার (২৮ মে) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ হল রুমে 'কৃষি প্রযুক্তি মেলা'র উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন বলেন, আমাদের সকল ব্যবসায়ীই সৎ নয়। চালে সুযোগ পেলে পাইকারি থেকে খুচরা পর্যায়ে কেজিতে ৫-২০ টাকা লাভ করতে চায়। এক সময় এক টাকা লাভ হলে ব্যাবসায়ীরা সন্তুষ্ট থাকতো।

সাধন চন্দ্র মজমুদার বলেন, 'কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। অথচ বিএনপি আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিলো। প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার। এ সময় আরও বক্তব্য দেন__ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী প্রমুখ।  

Tags: