দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির কাছে ইউএস এফ-১৬ এর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
আজ শনিবার (৬ মে) সকাল পৌনে ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওসান বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহার হচ্ছিল। এ অবস্থায় সেটি একটি কৃষিক্ষেত্রে বিধ্বস্ত হয়। তবে পাইলটকে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান থেকে নিরাপদভাবে বের করা গেছে। তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গিয়ঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইওন টুইটারে জানিয়েছেন, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছেন।
মার্কিন সেনাবাহিনী গণমাধ্যমকে জানিয়েছে, পাইলট নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এবং এই ঘটনার তদন্ত চলছে।